Chol Choley Jaai Lyrics In Bengali And English Font (চল চলে যাই)
Chol Choley Jaai Song Lyrics In Bengali And English Font (চল চলে যাই)
Chol Choley Jaai Song Lyrics In Bengali
চল চলে যাই
হাতে হাত ধরে,
তুই আমি দুজনে পুরনো গানের সুরে।
চল চলে যাই
হাতে হাত ধরে,
তুই আমি দুজনে পুরনো গানের সুরে।
চল, চলে যাই.. হুম, হুম হুম হুম..
চল চলে যাই
জল পরীর দেশে,
তোর আদর ছোঁয়ায় আমায়
নে আপন করে।
চল চলে যাই
জল পরীর দেশে,
তোর আদর ছোঁয়ায় আমায়
নে আপন করে।
চল চলে যাই,
চল চলে যাই।
তোর বিদগ্ধ মনে
মহা সিন্ধু হারায়,
তোর দু'চোখ জুড়ে
প্রেম অঝোরো ধারায়।
চল চলে যাই
তিন ভূবনের পারে,
তোর যত চাওয়া পাওয়া
নে উজাড় করে।
চল চলে যাই,
চল চলে যাই
চলে যাই..
__________________________________________
Chol Choley Jaai Song Lyrics In English Font
______________________________________


No comments:
Post a Comment