Dyakha Howbe Bole Song Lyrics In Benagali And English Font (দেখা হবে বলে )
Dyakha Howbe Bole Song Lyrics In Benagali And English Font (দেখা হবে বলে )
Movie Name: Samantaral
Song Name: Dyakha Howbe Bole
Singers: Rupankar Bagchi & Rimita Mukherjee
Music: Inrdraadip Das Gupta
Lyricist: Srijato
Director: Partha Chakraborty
Cast: Riddhi Sen & Surangana Bandopadhyay
Production: Happycrowd Films
Producer: T.N.Saha
Music on: Zee Music Company
Dyakha Howbe Bole Song Lyrics In Benagali
দেখা হবে বলে বারে বারে ছুটে আসা ,
চেনা চৌকাঠে চাওয়া গুলো ধুতে আসা ।
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা ,
ভালোবাসা কে ... ।
ও... এতো মন , এতো জন মিলে স্বপ্ন দেখায় ,
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায় ।
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায় ।
দেখা হবে বলে বারে বারে ছুটে আসা ,
চেনা চৌকাঠে চাওয়া গুলো ধুতে আসা ।
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা ,
ভালোবাসা কে ... ।
ও... এতো মন , এতো জন মিলে স্বপ্ন দেখায় ,
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায় ।
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায় ।
চিলেকোঠা কে চিঠি লিখে পাঁচিল ,
আমরা সকলে সাক্ষী হয়ে আছি ।
এক দালানে রোদ পোহানো শান্তি মেখে খাতে ,
যেখানে মন ভাত বেরে দেয় ভালোবাসার পাতে ।
দেখা হবে বলে বারে বারে ছুটে আসা ,
চেনা চৌকাঠে ছায়া গুলো ধুতে আসা ।
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা,
ভালোবাসা কে
এতো মন এতো জন মিলে স্বপ্ন দেখায় ,
এতো মন এতো জন মিলে স্বপ্ন দেখায়
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায়
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায়
এই যে শেষ না হওয়া এক চড়ুইভাতি,
পায়ে পায়ে এগোনো একই সে মাটি।
এই তো সুযোগ, এই তো সুযোগ, একই সাথে থাকার,
যে ক’টা দিন সামনে আছে, আলো করে রাখার।
দেখা হবে বলে বারে বারে ছুটে আসা ,
চেনা চৌকাঠে চাওয়া গুলো ধুতে আসা ।
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা ,
ভালোবাসা কে ... ।
ও... এতো মন , এতো জন মিলে স্বপ্ন দেখায় ,
এত মন, এত জন মিলে স্বপ্ন দেখায়।
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায় ।
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায় ।
_______________________________
Dyakha Howbe Bole Song Lyrics In English Font
Dyakha howbe bole bare-bare chutey asha
Chena choukathe chawa gulo dhutey asha
Chaya pabo bole haate-haate chute asha
Bhalobasha ke
O.. eto mon eto jon miley shopno dekhay
Eki ghor eki swar hoye vasche haway
Eki ghor eki swar hoye vasche haway
Dyakha howbe bole bare-bare chutey asha
Chena choukathe chawa gulo dhutey asha
Chaya pabo bole haate-haate chute asha
Bhalobasha ke
O.. eto mon eto jon miley shopno dekhay
Eki ghor eki swar hoye vasche haway
Eki ghor eki swar hoye vasche haway
Chilekotha-ke chithi likhe pachil
Amra shokole shakkhi hoye achi
Ek dalane rodh pohano shanti mekhe khatey
Jekhane mon vaat bere dey valobashar patey
Dyakha hobe bole bare-bare chute asha
Chena choukathe chawa-gulo dhute asha
Chaya pabo bole haate-haate chute asha
Bhalobasha ke
Eto mon eto jon mile shopno dekhay
Eki ghor eki swor hoye vasche haway
Eki ghor eki swor hoye vasche haway
Ei je sesh na hoa ak choruibhati,
Pae pae egono aki se mati.
Ei to sujog, ei to sujog, aki sathe thakar,
je kota din samne ache alo kore rakhar.
Dyakha hobe bole bare-bare chute asha
Chena choukathe chawa-gulo dhute asha
Chaya pabo bole haate-haate chute asha
Bhalobasha ke
Eto mon eto jon mile shopno dekhay
Eki ghor eki swor hoye vasche haway
Eki ghor eki swor hoye vasche haway
_______________________________


No comments:
Post a Comment