Tara Khoshe Pore Song Lyrics In Bengali and English Font (তারা খশে পড়ে )
Tara Khoshe Pore Song Lyrics In Bengali and English Font| তারা খশে পড়ে |Monali Thakur|Anupam Roy|
Movie: Ghare And Baire Song: Tara Khoshe Pore Singer: Anupam Roy, Monali Thakur Lyrics: Anupam Roy Music: Anupam Roy
Tara Khoshe Pore Song Lyrics In Bengali
তারা খশে পড়ে আকাশে
গাঢ় নীলে টুপ করে,
সেখানে তোমার
ভালোবাসা শুয়ে আছে।
শেকলে আমাকে বাঁধনি
গানে বেঁধেছিলে বোধহয়,
সে গানে আমার
ভালোবাসা থেকে গেছে।
ঘরে পূর্ণিমা ভাসে ওই
তুমি আল্পনা এঁকো,
ঘুমে চোখ বুজে আসে বই
তুমি পাশ থেকে দেখো।
ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ,
ভালোবাসা ভালো থেকো।
শেকলে আমাকে বাঁধনি
গানে বেঁধেছিলে বোধহয়,
সে গানে আমার
ভালোবাসা থেকে গেছে।
বহুদিন পরে এলে সেই
নিলে হাত দুটো কাছে,
শহর মেতেছে উচ্ছাসে আর
আলো ফোটে গাছে গাছে।
ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ,
ভালোবাসা বেঁচে আছে।
তারা খশে পড়ে আকাশে
গাঢ় নীলে টুপ করে,
সেখানে তোমার
ভালোবাসা শুয়ে আছে।


No comments:
Post a Comment