Tomari Toh Kache Song Lyrics In Bengali And English Font (তোমারই তো কাছে)
Tomari Toh Kache Song Lyrics In Bengali And English Font|তোমারই তো কাছে|Prasen|Anindya Chattopadhyay|
Song - Tomar e Toh KachheSinger : Anindya Chattopadhyay
Composition and Lyrics : Prasen
Composition and Lyrics : Prasen
Tomari Toh Kache Song Lyrics In Bengali
তোমারই তো কাছে
মোরে বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন,
কেন হায়
বলতে না পেরে, বাথ্যদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়।
তোমারই তো কাছে
মোরে বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন,
কেন হায়
বলতে না পেরে, বাথ্যদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়।
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো,
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে
হাসিদের ভাঁজে ভাঁজে তাই।
তোমারই তো নামে, কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন,
কেন হায় ?
ঘাসেদের মতো জোনাকি শরীরে
জ্বালিয়ে নিয়েছি যেন মন কেমনের অবেলায়।
তোমারই তো নামে, কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন,
কেন হায়
ঘাসেদের মতো জোনাকি শরীরে
জ্বালিয়ে নিয়েছি যেন মন কেমনের অবেলায়।
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো,
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে
হাসিদের ভাঁজে ভাঁজে তাই।
তোমারই তো কাছে
মোরে বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন,
কেন হায়
বলতে না পেরে, বাথ্যদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়।
__________________________________
Tomari Toh Kache Song Lyrics In English Font
Tomari tho kache
more benche ache
Anache kanache boba mon
keno hai
Bolte na pere, bathyader kole
Ghumiye porechi jeno railline er rastai
Tomari tho kache
more benche ache
Anache kanache boba mon
keno hai
Bolte na pere bathyader kole
Ghumiye porechi jeno railine er rastai
Thik tokhoni bujhechi, tomake khujechi thik
Tokhoni bujhechi, tomake khujechi
Norom norom pasher balisher moto
Jene bujhe niye, phire phire esho
Thikana pathano ache
Hasider vaje vaje tai
Tomari tho naame, kome bare thame
Moneder grame spondon
Keno hai
Ghasheder moto jonaki sorire
Jaliye niyechi jeno mon kemoner obelai
Tomari tho naame, kome bare thame
Moneder grame spondon
Keno hai
Ghasheder moto jonaki sorire
Jaliye niyechi jeno mon kemoner obelai
hik tokhoni bujhechi, tomake khujechi thik
Tokhoni bujhechi, tomake khujechi
Norom norom pasher balisher moto
Jene bujhe niye, phire phire esho
Thikana pathano ache
Hasider vaje vaje tai
Tomari tho kache
more benche ache
Anache kanache boba mon
keno hai
Bolte na pere, bathyader kole
Ghumiye porechi jeno railline er rastai
_________________________________


No comments:
Post a Comment