Pother Gaan Song Lyrics In Bengali And English Font (পথের গান)
Pother Gaan Song Lyrics In Bengali And English Font | পথের গান | Networker Baire | Khayyam Sanu Sandhi |
Music, Lyrics And vocal - Khayyam Sanu Sandhi
Pother Gaan Song Lyrics In Bengali
এই গান পথের গান
পথে পথেই শেষ হয়ে যায়
এই সুর যাবে বহুদূর
সুরে সুরে তোমাকেই পাই
এই কুয়াশা ভরা রাতের মাঝে
মন শুধু গানে ডুবে যায়
এই কুয়াশা ভরা পথের শেষে
মন শুধু তোমাকেই চায়
বন্ধুরা সব করে কলরব
মিশে যায় এই বাতাসে
আমাদের গান জুড়াবে প্রাণ
যদি তুমি থাকো পাশে
এই কুয়াশা ভরা রাতের মাঝে
মন শুধু গানে ডুবে যায়
এই কুয়াশা ভরা পথের শেষে
মন শুধু তোমাকেই চায়
------------------------------
Pother Gaan Song Lyrics In English Font
Ei gaan pother gaan
Pothe pothei sesh hoye jaai
Ei Sur jabe bohudur
Soore soore tomakei paai
Ei kuyasha bhora raater majhe
Mon sudhu gaane dube jaai
Ei kuyasha bhora pother seshe
Mon sudhu tomakei chai
Bondhura Sob kore kolorob
Mishe jaai ei batashe
Amader gaan jurabe praan
Jodi tumi thako paashe
Ei kuyasha bhora raater majhe
Mon sudhu gaane dube jaai
Ei kuyasha bhora pother seshe
Mon sudhu tomakei chai
---------------------------------
Chuyên mục:
Khayyam Sanu Sandhi


No comments:
Post a Comment